রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৭
রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পথে আরও পাঁচটি ইউনিট আছে।
আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এনএমএম/এমএইচএস

