Logo

রাজধানী

এসআইয়ের বুদ্ধিমত্তায় ছিনতাই হওয়া আইফোন ফিরে পেলেন ডা. ইবতিশাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২৩:৩৯

এসআইয়ের বুদ্ধিমত্তায় ছিনতাই হওয়া আইফোন ফিরে পেলেন ডা. ইবতিশাম

এসআই আব্বাস উদ্দিনের কাছ থেকে ফোন নিচ্ছেন ডা. ইবতিশাম (ডানে)

মোবাইল ফোন ছিনতাই হওয়ার পর সাধারণত খুব কম ক্ষেত্রেই তা ফেরত পাওয়া যায়। কিন্তু রাজধানীতে ভিন্ন এক ঘটনা ঘটালেন মিরপুর ১৪ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্বাস উদ্দিন। লক করা একটি আইফোনের মালিককে তিনি খুঁজে বের করেন শুধু হোম স্ক্রিনে থাকা একটি ছবির সূত্র ধরে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘটনাটি ঘটেছে যমুনা ফিউচার পার্কের সামনে। ডা. রিশাত ইবতিশাম সেদিন ছিনতাইয়ের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর আইফোনটি নিয়ে পালিয়ে যায়। 

পরে একি চক্র আরেকটি ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। পুলিশ তাঁদের কাছ থেকে আইফোনটি উদ্ধার করে।

ডা. রিশাত বাংলাদেশের খবরকে বলেন, ফোন ফিরে পাব এমন আশা করিনি। সিকিউরিটির জন্য ফোন লক করে দেই। এরপর ট্র‍্যাকারে দেখছিলাম ফোনের লোকেশন চেঞ্জ হচ্ছে। পরেরদিন দেখি এটি মিরপুর এলাকায় স্থবির হয়ে আছে। 

এসআই আব্বাস উদ্দিন বলেন, ফোনটি লক থাকায় এটি কার তা বুঝতে পারছিলাম না। মালিককে খুঁজে পাওয়ার মতো কোনো নম্বরও ফোনে দেখা যাচ্ছিল না। 

ঠিক তখনই এসআইয়ের চোখে পড়ে ফোনের হোম স্ক্রিনে থাকা একটি ছবি। ছবিটি ছিল ডা. রিশাত ইবতিশামের। পরে চিকিৎসকের পোশাকে তার নাম লেখা ছিল। সেই নাম ধরে এসআই আব্বাস ফেসবুকে খোঁজ করেন। একটি প্রোফাইলে একই ছবি দেখে তিনি নিশ্চিত হন।

ডা. রিশাত ইবতিশামের এই ছবিটিই মোবাইলের হোম স্ক্রিনে ছিল

আব্বাস বলেন, এরপর ওই ফেসবুক আইডিতে বার্তা পাঠাই। কিছুক্ষণ পর যোগাযোগ হয় ডা. রিশাতের সঙ্গে। তিনি থানায় গিয়ে নিজের ফোনটি ফিরিয়ে নেন।

ডা. রিশাত বলেন, ফোনটি ফিরে পাব ভাবিনি। এসআই আব্বাস যেভাবে খুঁজে বের করেছেন, তার বুদ্ধি ও প্রচেষ্টার প্রশংসা করতেই হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছিনতাই বাংলাদেশ পুলিশ ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর