Logo

রাজধানী

সেরা কৃষক ও উদ্যোক্তাদের সম্মাননা দিল ‘কৃষকের প্রাণ কৃষি পরিবার’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৭:৫২

সেরা কৃষক ও উদ্যোক্তাদের সম্মাননা দিল ‘কৃষকের প্রাণ কৃষি পরিবার’

ছবি : সংগৃহীত

বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার নেপথ্যের নায়ক কৃষক ও কৃষি উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি জানাতে ‘কৃষি পরিবার সম্মাননা স্মারক–২০২৫’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকার উত্তরা একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোট ১২টি ক্যাটাগরিতে ৪৮ জন কৃষক, কৃষি উদ্যোক্তা, ছাদবাগানি, মাছচাষি, মিশ্রচাষি ও কৃষি উন্নয়নে নিবেদিত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- এটিআই গাজীপুরের অধ্যক্ষ কৃষিবিদ মো. নূরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন কৃষিবিদ প্রফেসর ড. এম. এ. রহিম। বিশেষ আলোচক ছিলেন কৃষিবিদ মো. সেলিম রেজা (AIP) এবং সাংবাদিক ও উদ্যোক্তা হেলাল উদ্দিন।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত কৃষক ও উদ্যোক্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অতিথিরা কৃষি প্রযুক্তি, টেকসই চাষাবাদ, উদ্ভাবনী কৃষিকৌশল, উদ্যোক্তা সৃষ্টি, উদ্যানতত্ত্ব এবং আধুনিক কৃষির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অতিথিরা বলেন, দেশের কৃষির প্রকৃত নায়ক কৃষক ও উদ্যোক্তারা। এই সম্মাননা তাদের উদ্ভাবন, পরিশ্রম ও অবদানের স্বীকৃতি। তারা জানান, এমন উদ্যোগ আধুনিক কৃষি, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষিকে আরও শক্তিশালী করবে এবং কৃষকদের নতুন অনুপ্রেরণা যোগাবে।

‘কৃষকের প্রাণ কৃষি পরিবার’ সংগঠনের নেতারা জানান, আজ যারা সম্মাননা পেয়েছেন তারাই বাংলাদেশের কৃষির পরিবর্তনের প্রতীক। অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচিত সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষি পরিবার সম্মাননা স্মারক–২০২৫’ তুলে দেওয়া হয়।

সংগঠকরা জানান, তারা ভবিষ্যতেও কৃষকদের সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।

  • এমআই


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কৃষি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর