Logo

রাজধানী

ঢাকায় সম্পন্ন হলো এসএসসি ৯২ ব্যাচের ‘ইউনাইটেড ৯২’ মহা মিলনমেলা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯

ঢাকায় সম্পন্ন হলো এসএসসি ৯২ ব্যাচের ‘ইউনাইটেড ৯২’ মহা মিলনমেলা

সারাদেশের এসএসসি ১৯৯২ ব্যাচের বৃহত্তম সামাজিক বন্ধু সংগঠন ইউনাইটেড ৯২–এর বহুল প্রতীক্ষিত মহা মিলনমেলা ২০২৫ তিন দিন আগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে দিনব্যাপী এই জমজমাট আয়োজন সম্পন্ন হয়। ‘হিমেল হাওয়ায়—৩৩ বছরের সুপ্ত অনুভূতির ছোঁয়া’ স্লোগানে কেআইবি’র ডুপ্লেক্স অডিটোরিয়াম ও হল–১ এ সারাদিন ধরে চলেছে স্মৃতিময় এই মিলনমেলা।

আয়োজকরা জানান, দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার পর সারাদেশে ছড়িয়ে থাকা এসএসসি ৯২ ব্যাচের ছয় শতাধিক সদস্য এই পুনর্মিলনীতে উপস্থিত হন। পাশাপাশি বিদেশে থাকা প্রবাসী সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, আড্ডা ও আলোচনাসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ–এর বিশেষ পরিবেশনা। পাশাপাশি নির্বাসন, ওয়ার সাইট এবং লালনকন্যা সিনথিয়া বিথীর লাইভ মিউজিক শো অতিথিদের মুগ্ধ করে। দিনব্যাপী আড্ডা, আলাপচারিতা শেষে রাতে ছিল সমাপনী ডিনার পার্টি।

আয়োজন সম্পর্কে প্রধান সমন্বয়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, ‘ইউনাইটেড ৯২ শুধু একটি মিলনমেলা নয়; এটি সারাদেশে বিস্তৃত একটি সামাজিক পরিবার। শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান, চিকিৎসা সহায়তা, মানবিক তহবিল সংগ্রহ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা সারা বছর পরিচালনা করি। আমাদের লক্ষ্য বন্ধুত্বকে মানবিক দায়িত্বের সঙ্গে যুক্ত করা। আজকের এই মিলনমেলা সেই বন্ধন আরও দৃঢ় করেছে।’

তিনি আরও বলেন, ‘৩৩ বছরের স্মৃতি ও অনুভূতিকে এক ছাদের নিচে ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য ছিল। গণমাধ্যমের উপস্থিতি আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।’

মহা মিলনমেলা শনিবার বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে রাত সাড়ে দশটায় শেষ হয়। আয়োজক কমিটি অনুষ্ঠানটি কভার করার জন্য সকল টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর