Logo

রাজধানী

গোলাপ শাহ’র মাজারে ১০ মাসে মিলল প্রায় ৫৭ লাখ টাকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪

গোলাপ শাহ’র মাজারে ১০ মাসে মিলল প্রায় ৫৭ লাখ টাকা

ছবি : সংগৃহীত

রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত হযরত গোলাপ শাহ্ (র.) মাজারের দান বাক্সে ২০২৫ সালের ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা পাওয়া গেছে। 

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দান গণনায় অংশ নেন মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে অনুমোদিত ৫৬ জন গণনাকারী। এর আগে, সর্বশেষ ২৯ জানুয়ারি ২০২৫ অর্থাৎ প্রায় ১০ মাস আগে দান গণনা করা হয়েছিল।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তা সদস্য-সচিব হিসেবে ১৫ সদস্যবিশিষ্ট হযরত গোলাপ শাহ্ (র.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এছাড়া, দান গণনা ও ব্যাংকে জমাদানের কাজ নিশ্চিত করার জন্য একই কমিটির একটি উপকমিটিও কাজ করছে।

মাজারে প্রাপ্ত দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাব খাতে জমা হয়। এই অর্থ কেবল মাজার ও মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে কমিটি কৃতজ্ঞতা জানিয়েছে।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর