Logo

রাজধানী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিকুঞ্জে বিশেষ দোয়ার আয়োজন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০১

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিকুঞ্জে বিশেষ দোয়ার আয়োজন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে আয়োজিত এই সমাবেশটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং সর্বদলীয়। 

দল-মত নির্বিশেষে যুবক থেকে বৃদ্ধ সবাই এখানে উপস্থিত ছিলেন। জনসমাগমের কারণে চত্বর মুহূর্তেই পরিণত হয় নীরব প্রার্থনার স্থানে।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আপসহীন নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি তার অসামান্য ত্যাগ এবং সর্বস্তরের মানুষের প্রতি তার অন্তহীন দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তারা আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই সমাবেশে উপস্থিতি তার জীবন্ত প্রমাণ।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী জাহিদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি ও জনতার কমিশনার মো: শাহিনুর আলম মারফত। অন্যান্য গুরুত্বপূর্ণ বক্তাদের মধ্যে ছিলেন সৈকত সরকার, ইমানুল হক, এমদাদুল ইসলাম বাবু, নুরুল আমিন ঝিন্টু, জুয়েল জাহিদুল, এএম আইয়ুব পাপ্পু, মুকুল হোসেন মৃধা ও আমির হোসেন।

আলোচনার পর শুরু হয় বিশেষ দোয়া মাহফিল। জামতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হোসাইন আহমদ আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশে মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিতরা অসুস্থ নেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন।

মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এইচকে/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর