Logo

রাজধানী

বিটিআরসি ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৫

বিটিআরসি ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভে করছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভে করছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়ক বন্ধ করে অবস্থান নিলে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। দুপুর ১টার সময়ও সড়ক অবরোধ দেখা গেছে।

মাসুদ রানা বলেন, মোবাইল ব্যবসায়ীরা সড়কে অবস্থান নেওয়ায় শিশুমেলা থেকে আগারগাঁওগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আরেকপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বিটিআরসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর