Logo

রাজধানী

সাংবাদিক শওকত মাহমুদ আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২

সাংবাদিক শওকত মাহমুদ আটক

ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগের বাসা থেকে তাকে ডিবির একটি টিম আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, সে সম্পর্কে তার কাছে নিশ্চিত তথ্য নেই বলে জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, এনায়েত করিমের মামলায় শওকত মাহমুদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে চলতি বছরের এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ। শওকত মাহমুদ আগে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক জাতীয় প্রেসক্লাব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর