Logo

রাজধানী

অজ্ঞাত মেয়ে শিশুর পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার

Icon

আইন ও আদালত ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

অজ্ঞাত মেয়ে শিশুর পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার

অজ্ঞাত মেয়ে শিশুর পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার

অজ্ঞাত এক মেয়ে শিশু পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টায় রমনা মডেল থানাধীন শপিং কমপ্লেক্স এর সামনে রাস্তার পাশে ভিকটিম অজ্ঞাত এক মেয়ে শিশুকে রাস্তায় কান্নারত অবস্থায় স্থানীয় লোকজন পেয়ে রমনা থানা পুলিশের নিকট নিয়ে আসে। 

শিশুর গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা প্রায় ০২ ফুট ৬ ইঞ্চি। বয়স আনুমানিক ২ বছর ৫ মাস। ঘটনার সময় তার পরনে ছিল সাদা ফুল হাতা গেঞ্জি ও কমলা রংয়ের পায়জামা। পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম ঠিকানা বলতে পারে নাই। 

পরর্বতীতে, রমনা থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে।  

এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ৩১৯, তারিখ: ৫/১২/২০২৫। কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিকেপি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর