‘শান্তি চুক্তি’ ভঙ্গ : ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৬
‘শান্তি চুক্তি’ ভঙ্গ করে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার পর থেকে রাজধানীর গ্রিন রোড ও সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়াতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে দেখা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান অবস্থান নিয়েছে। অপরদিকে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গ্রিন রোডে অবস্থান নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের সঠিক সংখ্যা জানা যায়নি।
সংঘর্ষের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ পরিবহনের দুটি বাস ভাঙচুর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর নিউমার্কেট থানার মাধ্যমে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা নিরসনে ‘শান্তি চুক্তি’ হয়েছিল। ওই সময়ে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরস্পরকে গোলাপ দিয়ে বরণ করেন। উপস্থিত ছিলেন দুই কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তারা।
কিন্তু এক মাসও টিকল না সেই অঙ্গীকার। মঙ্গলবার ফের দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।
ডিআর/এমবি

