নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘ইকোট্রিপলি’ ও ‘রবের পথ’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮
দ্রুত পরিবর্তনশীল এই সময়ে ভ্রমণের অর্থ ও দর্শন বদলে যাচ্ছে। ভ্রমণ এখন কেবল বিনোদন বা চোখ ধাঁধানো দৃশ্য উপভোগে সীমাবদ্ধ নয়; বরং এটি হয়ে উঠছে প্রকৃতি, দায়িত্ববোধ ও আত্মিক প্রশান্তির সঙ্গে মানুষের গভীর যোগসূত্রের মাধ্যম। এই দর্শনকে সামনে রেখেই রাজধানীর নিকুঞ্জে যাত্রা শুরু করলো দুটি নতুন প্রতিষ্ঠান; পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনে প্রতিশ্রুতিবদ্ধ ‘ইকোট্রিপলি’ এবং হজ্ব-উমরাহ ট্রাভেল কোম্পানি ‘রবের পথ’।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে নিকুঞ্জে প্রতিষ্ঠান দুটির শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় খতমে কুরআন শরীফ তিলাওয়াত ও দোয়া মাহফিল। ধর্মীয় পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে নতুন যাত্রার জন্য মহান আল্লাহর নিকট কল্যাণ ও সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে ‘ইকোট্রিপলি’-এর প্রধান নির্বাহী এ এম আইয়ুব বলেন, তাদের লক্ষ্য কেবল ভ্রমণ আয়োজন নয়, বরং দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও সময়নিষ্ঠ পর্যটনের একটি নতুন মানদণ্ড স্থাপন করা। তিনি উল্লেখ করেন, প্রকৃতির প্রতি সম্মান ও যত্ন রেখেই প্রতিটি ভ্রমণ পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা হোসাইন আহমেদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক, সমাজকর্মী এবং খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল। তিনি বলেন, মানুষের শান্তি ও বিশ্বাসের জায়গা হিসেবে একটি প্রতিষ্ঠান যেখানে প্রকৃতির সৌন্দর্যকে সম্মান করে, আর অন্যটি পবিত্র ভূমিতে ইবাদতের পথকে সহজ করে; এই দুই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এইচ. সোহেল, সৈকত সরকার, জাকির হোসেন ভুঁইয়া এবং অটো কর্ণারের ব্যবস্থাপনা পরিচালক মো. মাজাহারুল ইসলাম সুমন। সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের উপস্থিতি ও সমর্থন নতুন প্রতিষ্ঠান দুটির প্রতি জনআস্থার প্রতিফলন বলে মনে করেন আয়োজকরা।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন “রবের পথ”-এর প্রধান নির্বাহী ওয়ালীউল্লাহ। এতে সভাপতিত্ব করেন এইএমই গ্লোবাল নেটওয়ার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন জাহাঙ্গীর।
আয়োজকদের আশা, এই যাত্রা ভবিষ্যতে আস্থা, দায়িত্বশীলতা ও শান্তির এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

