প্রগতি সরণিতে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১
ছবি : বাংলাদেশের খবর
অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক আটকে বিক্ষোভ করছেন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় তারা সড়কের দুইপাশে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে সাতটায় এ প্রতিবেদন লেখার সময় তারা টায়ারে আগুন জ্বেলে সড়ক আটকে রেখেছেন।

সরেজমিনে দেখা যায়, শতাধিক মানুষ যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নিয়েছেন। অনেককে টায়ারে আগুন জ্বেলে স্লোগান দিতে দেখা যায়।
সড়ক আটকে রাখার কারণে বাড্ডা-কুড়িল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। তারা সেখানে যানবাহন ভাঙচুর করেন বলেও জানা গেছে।
এইচকে/আইএইচ/

