Logo

রাজধানী

পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫

পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজারে দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক হলুদ ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজারে দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক হলুদ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আব্দুর রহমানকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যামবাজার এলাকায়।

ওসি মতিউর রহমান জানান, দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমানকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়ে বিস্তারিত তদন্ত করছে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর