রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গুদারাঘাট এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বাসে কোনো যাত্রী ছিল কি না তাও নিশ্চিত করতে পারেননি তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এমবি

