বিজয় দিবস উপলক্ষে ‘ফেলানী অ্যাভিনিউ’ ফলক উন্মোচন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:০৭
রাজধানীর গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়কের নতুন নাম রাখা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নামকরণ করা হয়েছে।
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে আগামীকাল বিকাল ৪টায় সড়কটির নামফলক উন্মোচন করা হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
এনএ

