Logo

রাজধানী

শিশুদের নিয়ে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

শিশুদের নিয়ে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা

শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস তুলে ধরতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশিকপ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা ড. নাজমা শাহীন।

আলোচনায় আরও অংশ নেন বাশিকপ অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, বাশিকপ সহসভাপতি সাইফুল আলম, সহসভাপতি মসয়ূদ মান্নান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, আত্মত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া সময়ের দাবি। শিশুদের মনে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতেই এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে শিশুরা মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে দর্শকদের মুগ্ধ করে।

এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর