বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬
ছবি : সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার সংলগ্ন হাজী টাওয়ার নামের ওই বহুতল ভবনের ষষ্ঠ তলায় এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বিবেচনায় সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজারের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট দ্রুত উদ্ধারকাজে যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বহুতল ভবন হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ভবনটিতে ডাম্পিংয়ের কাজ চলছে এবং বিস্তারিত তদন্তের পর অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমএইচএস

