Logo

রাজধানী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোড থেকে শুরু হয়ে মিছিলটি পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন আব্দুল কাদের জুয়েল ভূঁইয়া, নজরুল ইসলাম নোমানী এবং রাশেদ উল হক সরকার। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। 

পরে পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার নেতৃত্বে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর