Logo

রাজধানী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

রাজধানীর সড়কে নিরাপত্তা জোরদার, কয়েকটি সড়ক বন্ধ

মোহাম্মদ নেসার

মোহাম্মদ নেসার

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬

রাজধানীর সড়কে নিরাপত্তা জোরদার, কয়েকটি সড়ক বন্ধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে সরকার। রাজধানীর খিলক্ষেত থেকে পূর্বাচল-রামপুরা এবং রামপুরা থেকে তিনশ ফিট পর্যন্ত পুরো সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই বিপাকে পড়েন। 

সরেজমিনে দেখা যায়, রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের কাছ থেকেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে রামপুরা থেকে বাড্ডা, গুলশান, নতুন বাজার ও বসুন্ধরা রুটের বাসগুলো রামপুরার পর আর এগোতে পারছে না। বাধ্য হয়ে মাঝপথেই বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে বাসের হেলপার-কন্ডাকটরদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটতে দেখা গেছে।

অনেকে অভিযোগ করছেন, রাস্তা বন্ধের বিষয়টি আগে থেকে জানা না থাকায় তারা ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েছেন। কেউ হাসপাতালে যাওয়ার পথে, কেউ কর্মস্থলে যাচ্ছেন, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় বা নিজ বাড়িতে ফিরছিলেন। কিন্তু সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। 

এই পরিস্থিতিতে মোটরসাইকেল চালকরা বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। তবে যাত্রীরা জানিয়েছেন, মোটরসাইকেলেও কিছুদূর এগিয়ে আর সামনে যাওয়া যাচ্ছে না।

আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাসদস্যদেরকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া সাসা পোশাকেও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য দায়িত্ব পালন করছেন। 

রামপুরায় সড়কে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ বাংলাদেশের খবরকে জানান, নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। 

এদিকে, রাইদা, তুরাগ, অছিম, ভিক্টর ক্লাসিক, আকাশ পরিবহনসহ এই রুটের প্রায় সব বাস সার্ভিস আজ কার্যত অচল হয়ে পড়েছে। বাস মালিক ও শ্রমিকরা বলছেন, হঠাৎ করে রাস্তা বন্ধ হওয়ায় তাদের দিনের আয়ে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং অনেক বাস অলস দাঁড়িয়ে আছে রাস্তায়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি সড়ক অবরোধ যানজট ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর