এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে হাসপাতালের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। এ কারণে নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।
এমবি

