রাজধানীর গুলিস্তান ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আটতলা ভবনের ছাদে এ আগুন লাগে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসীম এসব তথ্য নিশ্চিত করেছেন।
-694e7b5cb0f9d.jpg)
তালহা বিন জসীম জানান, বিকেল ৫টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গুদামে এ আগুনের সূত্রপাত হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এনএমএম/এমবি

