Logo

রাজধানী

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

ছবি : সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। ফুটেজে দেখা গেছে, গুলি চালানোর পরপরই কয়েকজন ব্যক্তি দ্রুত দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ফার্মগেট এলাকার বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, হামলার মুহূর্তের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষ ছত্রভঙ্গ হয়ে যান। এরপর হামলাকারীরা দ্রুত পাশের গলিপথ দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আবু সুফিয়ান বেপারি (মাসুদ) নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই হত্যাকাণ্ডে রাজধানীতে আতঙ্ক ও উত্তেজনা আরও বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর