Logo

রাজধানী

খালেদা জিয়ার মৃত্যুতে এম-ট্যাবের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩৪

খালেদা জিয়ার মৃত্যুতে এম-ট্যাবের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, এম-ট্যাব-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এম-ট্যাব এর সভাপতি এ কে এম মুসা লিটনের সভাপতিত্বে এবং এম-ট্যাব এর  মহাসচিব বিপ্লবুজ্জান বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ড্যাব যুগ্ম-মহাসচিব ডা. শেখ ফরহাদ।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর মহাখালীর আইএইচটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রশ্নে আপসহীন একজন রাষ্ট্রনায়ক। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  ও অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ডা. শাহিদুল হাসান বাবুল, ড্যাবের কেন্দ্রীয় কমিটি সদস্য ও অতিরিক্ত রেজিস্ট্রার ডা. দেলোয়ার হোসেন টিটো ও এরশাদ হোসেন সুয়েল।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, এম-ট্যাব এর সিনিয়র সহ-সভাপতি খাজা মাইনুদ্দিন মঞ্জু, বগুড়া এম-ট্যাব এর সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব, সাবেক ছাত্রনেতা দবির উদ্দীন খান তুষার, যুগ্ম-মহাসচিব মো. আইনুল হক, সাঈদুর রহমান সিদ্দিকী, এস এম আব্দুল বাকী শিশির, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এমআর/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর