Logo

রাজধানী

মিরপুর রোডে ভালভ মেরামত, গ্যাস সরবরাহ স্বাভাবিক

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৬:১৭

মিরপুর রোডে ভালভ মেরামত, গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভ মেরামত ও নতুন ভালভ প্রতিস্থাপনের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বার্তায় জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের ভালভটি নতুন ভালভ দ্বারা প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে ওই স্থানে ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হলে মেরামত কাজের জন্য বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করে চাপ সীমিত করা হয়। এতে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দেয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্যাস সরবরাহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর