Logo

রাজধানী

ভাটারা থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৩:০৭

ভাটারা থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

রাজধানীর ভাটারা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়েছে।

রাজধানীর ভাটারা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই জন মুখোশধারী ব্যক্তি থানার গেটের সামনে ঘোরাফেরা করেন। এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন বাইরে পাহারা দেন। পরে দুজন মিলে মোটরসাইকেলটি ঠেলে থানার এলাকা থেকে বের করে নিয়ে যান। 

চুরির হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কোম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের কালো রঙের। এটি ভাটারা থানার উত্তর গেটের ভিতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল।

ভাটারা থানার ওসি মো. ইমাউল হক বলেন, শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এএসআই ফিরোজের মোটরসাইকেল পার্কিং থেকে চুরি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামি গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারে তদন্ত করছি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর