৩ দিনব্যাপী বিইউএফটি ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৯:০২
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘বিইউএফটি ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। জায়ান্ট গ্রুপ প্রেজেন্টস ‘ফ্রেমস অব ফ্রিডম অব বিইউএফটি’, পাওয়ার্ড বাই ফ্যাশন স্টেপ বাংলাদেশ এবং পুসাব ও এসঅ্যান্ডএ অ্যাসোসিয়েটসের সহযোগিতায় আয়োজিত এই জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রদর্শনীটি ১৮, ২১ ও ২২ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া ৭ হাজার ৬৬১টি আলোকচিত্রের মধ্য থেকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ১৩০টি আলোকচিত্র স্থান পায়। প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল ভিজ্যুয়াল স্টোরিটেলিং, সৃজনশীল স্বাধীনতা এবং সমকালীন আলোকচিত্রের উৎকর্ষতা তুলে ধরা।
১২ জানুয়ারি ২০২৬ তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বক্তব্যে আলোকচিত্রকে সাংস্কৃতিক প্রকাশ ও সামাজিক ভাবনার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, বিইউএফটির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা রায়েদ বরকত এবং পুসাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া।
অনুষ্ঠানে সেরা আলোকচিত্র, জুরি অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনা এবং পৃষ্ঠপোষক ও অংশীদারদের সম্মাননাও দেওয়া হয়।
এর আগে ১৮ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান ও বিইউএফটির রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইউসুফ তুষার।
উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী পরিদর্শন করেন এবং প্রদর্শিত আলোকচিত্রগুলোর শিল্পমান, কারিগরি দক্ষতা ও বর্ণনাশক্তির প্রশংসা করেন। ২১ ডিসেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে ফটোগ্রাফি অনুরাগী, শিক্ষার্থী, পেশাজীবী ও শিল্পপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে এই আয়োজন সফল ও স্মরণীয় করে তুলতে সহযোগিতা করা সকল অতিথি, আলোকচিত্রী, পৃষ্ঠপোষক, অংশীদার ও দর্শনার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
এমএইচএস

