রাজাবাজারে ‘চোরের হাতে’ জামায়াত নেতার মৃত্যু, স্বজনের অভিযোগ হত্যা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২৭
ফাইল ছবি
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় চোরের হাতে প্রাণ হারান জামায়াত নেতা আনোয়ার উল্লাহ (৬৬)। সোমবার গভীর রাতে দুই চোর তাঁর ফ্ল্যাটে ঢুকে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার উল্লাহ পশ্চিম রাজাবাজার সাংগঠনিক ওয়ার্ডের সহসভাপতি ছিলেন।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, আনোয়ার উল্লাহ তাঁর স্ত্রী নাছিমা আক্তারসহ ফ্ল্যাটে ছিলেন। রাতের দিকে চোররা গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে। তাঁরা দম্পতিকে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে রাখেন। পরে আনোয়ারকে মারধর করে পাঁচ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে বেরিয়ে যায়।
নিহতের পরিবারের অভিযোগ, এটি সাধারণ চুরি নয়, বরং পরিকল্পিত হত্যা। নিহতের মেয়ে রেহানা বলেন, “আমার বাবা অন্যায়ের প্রতিবাদ করতেন। এটি পরিকল্পিত হত্যা।” নিহতের ভাতিজা আরও জানিয়েছেন, চোররা হত্যার সময় আনোয়ারকে বলেছিল, ‘তোকে এখন মেরে ফেলব, কালেমা পড়’। আনোয়ার নিজেই কালেমা পড়তে চেয়েছিলেন, চোররা সামান্য পানি খাওয়ানোর পর চলে যায়।
পুলিশ জানিয়েছেন, মৃতদেহে মারধরের চিহ্ন পাওয়া যায়নি। সম্ভাবনা রয়েছে হাত-মুখ বেঁধে রাখায় শ্বাসরোধ বা ভয়ে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হবে। তবে পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে।

