Logo

রাজধানী

মগবাজারে ভবন থেকে পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০০:২০

মগবাজারে ভবন থেকে পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মগবাজারে নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার পাইপ পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছিলেন।

তাইজুলকে হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মী আলতাফ হোসেন। তিনি জানান, মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে কাজ করছিলেন তাইজুল। হঠাৎ ভবনের ষষ্ঠ তলা থেকে লোহার একটি বড় পাইপ তার মাথার ওপর পড়ে। পাইপটি স্বাভাবিকভাবে পড়ে নাকি কেউ ছুড়ে ফেলেছে, তা এখনো জানা যায়নি। তাইজুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আকন্দপাড়া গ্রামে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। তারা এ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর