Logo

রাজধানী

রাজধানীর বংশালে জুতার কারখানায় আগুন, এক কর্মচারী দগ্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ২২:৪৭

রাজধানীর বংশালে জুতার কারখানায় আগুন, এক কর্মচারী দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর বংশাল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নাজিরা বাজার এলাকায় লাগা এ আগুনে এক কর্মচারী দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, সিজামের অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

চিকিৎসক শাওন বলেন, ‘আমরা দগ্ধ যুবকের কাছে জানতে পেরেছি, আমিন মিয়ার জুতার কারখানার তৃতীয় তলায় আঠার কাজ করার সময় এই আগুনের সূত্রপাত ঘটে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নাজিরা বাজারে জুতার কারখানায় আগুনের ঘটনায় এক কর্মচারী এসেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে।’

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর