Logo

রাজধানী

বাড্ডায় ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যার ধারণা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০০:৩৯

বাড্ডায় ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যার ধারণা

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে বাড্ডার একতা সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুবীর বিশ্বাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেট এলাকার জনতা ব্যাংক শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মূলত ওই এলাকাতেই বসবাস করতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন জানান, বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের সামনে থেকে সুবীরের মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই নির্মল বারৈই জানান, সম্প্রতি সুবীর বাড্ডার একতা সোসাইটিতে বসবাসরত তার বোনের বাসায় বেড়াতে যান। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে তিনি ভবনের ছাদ থেকে লাফ দেন।

তবে কী কারণে সুবীর এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

সুবীর বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সচিন বিশ্বাসের ছেলে এবং দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর