উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:০৮
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টা ৩৮ মিনিটে উত্তরার ওই কাঁচাবাজারে আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়ার পরপরই প্রথমে তিনটি এবং পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ (পুরোপুরি নির্বাপণ) চালিয়ে যাচ্ছেন।
তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার সঠিক কারণ এবং বাজারের দোকানপাটের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানানো হয়েছে।
এমএইচএস

