দনিয়ার বাসা থেকে নারীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০০:৫৮
প্রতীকী ছবি
রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকার বাসা থেকে মোছা ইয়াসমিন (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, দ্বিতীয় স্বামী নজরুল ইসলাম তাকে শ্বাসরোধে হত্যা করেছেন।
মৃতের প্রথম সংসারের ছেলে আল আমিন জানান, মঙ্গলবার রাতে সৎবাবা নজরুল ইসলাম তাকে ফোন করে বলেন, তোমার মায়ের খোঁজ নিও। বুধবার বিকেলে তিনি ওই বাসায় গিয়ে দেখেন, বাইরে থেকে ছিটকিনি লাগানো। পরে প্রতিবেশীর সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে বিছানায় শোয়ানো অবস্থায় ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে।
কদমতলী থানার এসআই কামরুন নাহার জানান, মৃতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখমণ্ডল কিছুটা পচনশীল অবস্থায় ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পলাতক নজরুল ইসলামকে খুঁজছে পুলিশ।
এএস/

