রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, বনানী চেয়ারম্যানবাড়ি ফ্লাইওভারের সামনে একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।
এর ফলে সড়কের বিমানবন্দরগামী অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এমবি

