Logo

কর্পোরেট

নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:০৫

নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। ফলে ব্যাংকের কার্ডধারীরা রিসোর্টটির বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারীরা রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং খাবারে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি রিসোর্টে প্রাইম ব্যাংকের পিওএস সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ফলে এখন থেকে রিসোর্টে আগত অতিথিরা ভিসা, মাস্টারকার্ড ও জেসিবি কার্ড ব্যবহার করে প্রাইম ব্যাংকের পিওএস মেশিনের মাধ্যমে সহজেই লেনদেন সম্পন্ন করতে পারবেন।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের কার্ড ও রিটেইল অ্যাসেট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোয়ারদার তানভীর ফয়সাল এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তি প্রাইওরিটি গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন, যা তাদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা বাড়াবে। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এএইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর