সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য
সর্বনিম্ন রেটে জামানতবিহীন ঋণ চালু করল ব্র্যাক ব্যাংক
শুরু হলো ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইন

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২০:১৯

দেশের কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণসুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক, যা বর্তমানে দেশের সর্বনিম্ন হারে অফার করা হচ্ছে।
ব্যাংকের নতুন ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইনের আওতায় ১৩.৭৫ শতাংশ সুদহারে জামানতবিহীন এই ঋণসুবিধা দেওয়া হবে, যা ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রযোজ্য থাকবে।
বাংলাদেশে এসএমই ব্যাংকিংয়ের পথিকৃৎ হিসেবে ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ সিএমএসএমই খাতের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গত দুই দশকে ব্র্যাক ব্যাংক ২০ লাখেরও বেশি এসএমই গ্রাহককে সেবা দিয়েছে এবং ২ লাখ কোটি টাকার বেশি ঋণ বিতরণের মাধ্যমে প্রায় ২ কোটির বেশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
ব্যাংকটি জানিয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের সহজে আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে দুটি নতুন প্রোডাক্টও চালু করা হয়েছে— ‘প্রবর্তন’ এবং ‘বিজপে (BizPay)’।
‘প্রবর্তন’ একটি আনসিকিউর্ড লোন প্রোডাক্ট, যা দেশের ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আর ‘বিজপে’ হলো একটি প্রযুক্তিনির্ভর এসএমই ট্রানজ্যাকশন ব্যাংকিং প্ল্যাটফর্ম, যা উদ্যোক্তাদের একাধিক বড় লেনদেন একসঙ্গে পরিচালনা করতে সহায়তা করবে। এটি সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি ব্রাঞ্চ নির্ভরতা কমাবে।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্যই হলো দেশের ক্ষুদ্র ব্যবসাগুলোকে বিকশিত হতে সহায়তা করা। সিএমএসএমই গ্রাহকদের জামানতবিহীন ঋণে সর্বনিম্ন রেট প্রদান এবং তাঁদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে উদ্ভাবনী সমাধান নিয়ে আসার মাধ্যমে আমরা তাঁদের বিশ্বস্ত আর্থিক অংশীদার হয়ে উঠেছি। ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ আমাদের অর্জিত আস্থা এবং দায়িত্বের প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির দীর্ঘমেয়াদি ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী আর্থিক সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে