Logo

কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:৪৩

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট, ২০২৫) সকালে নগরের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হারুনুর রশীদ, চট্টগ্রাম জোনাল হেড মো. সাইফুল আলম চৌধুরীসহ জোনের সব শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন।

সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘ব্যাংকিং কার্যক্রমে কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে। শ্রেণিকৃত ঋণ হ্রাস করতে আদায় কার্যক্রম জোরদার করতে হবে।’

তিনি বলেন, ‘বিনা সুদ ও স্বল্প সুদের আমানত সংগ্রহের মাধ্যমে তহবিলের ব্যয় কমিয়ে মুনাফা বাড়ানো সম্ভব। মানসম্পন্ন ঋণ বাড়িয়ে ব্যাংকের এডি রেশিও কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে হবে।’

স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর বলেন, ‘টেকসই ব্যাংকিংয়ের জন্য গুণগত ঋণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকসহ সব নির্দেশনা যথাযথভাবে মানতে হবে।’

ব্যবস্থাপনা পরিচালক ড. তৌহিদুল আলম খান বলেন, ‘দেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশই চট্টগ্রাম কেন্দ্রিক। তাই এলসি ব্যবসা ও অফশোর ব্যাংকিংয়ে মনোযোগ বাড়াতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ও লিঙ্কেজ শিল্পে অর্থায়নের মাধ্যমে অর্থনীতি বিকাশে অবদান রাখা সম্ভব।’ সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এনআরবিসি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর