Logo

কর্পোরেট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে বাস দিল পূবালী ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:০৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে বাস দিল পূবালী ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বাস দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এ বাস প্রদান করা হয়।

শনিবার (২ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাসের চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলামের হাতে চাবি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. সুলতান আহমেদ।

এ সময় পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মুশাইদুল্লাহ, সিলেট পূর্ব অঞ্চলের প্রধান ফজলুল কবির চৌধুরী, মৌলভীবাজার অঞ্চলের প্রধান মো. মুশফিকুর রহমান এবং হবিগঞ্জ অঞ্চলের প্রধান আবু হাসান মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

এর আগে বিশ্ববিদ্যালয় চত্বরে পূবালী ব্যাংকের একটি ব্যাংকিং বুথ উদ্বোধন করেন মোহাম্মদ আলী। একই সঙ্গে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ‘পূবালী ব্যাংক কেবল মুনাফার জন্য কাজ করে না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা কাজ করি। এই বাস সেই দায়বদ্ধতারই অংশ।’ তিনি আরও বলেন, ‘এই অনুদান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সেতুবন্ধন তৈরি করবে।’

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ব্যাংকের এই অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর