Logo

কর্পোরেট

নগদের আয়োজনে দেশের প্রথম ইন্টার-ইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:১৫

নগদের আয়োজনে দেশের প্রথম ইন্টার-ইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্টার-ইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ৫০ জন শিক্ষার্থী।

রোববার (৩ আগস্ট, ২০২৫) সাভারের ফ্যান্টাসি কিংডম থিম পার্কে দিনব্যাপী আয়োজিত এই রেসিং প্রতিযোগিতায় গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন।

রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব ইবনে সাইদ। তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি। বিজয়ের পর সাকিব বলেন, ‘এই কম্পিটিশনের মাধ্যমে মোটো রেসিংয়ে তরুণেরা আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং আগামীতে আন্তর্জাতিক রেসেও অংশ নিতে উৎসাহিত হবে।’

প্রথম রানার-আপ হয়েছেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী যুবায়ের হোসেন। তিনি পেয়েছেন ৩০ হাজার টাকা ও ট্রফি। দ্বিতীয় রানার-আপ হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইয়ীদ হোসেন চন্দন। তিনি পেয়েছেন ২০ হাজার টাকার নগদ পুরস্কার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের সহকারী প্রশাসক খন্দকার শাহনূর সাব্বির, যিনি বর্তমানে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (বিপিও)। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, ‘এমন ব্যতিক্রমী আয়োজনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত। বাংলাদেশে মোটরস্পোর্টস এখনো এক নতুন ধারা। এই নতুনত্বের মাঝেই রয়েছে তরুণদের জন্য অভিজ্ঞতা অর্জনের বিশাল সুযোগ।’

অনুষ্ঠানে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, ‘নগদ সবসময় তারুণ্যের গতিশীলতার সাথে আছে এবং থাকবে। নগদ বিশ্বাস করে তারুণ্যের প্রগতিশীল ও উদ্ভাবনী শক্তিতেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘দেশের তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহ ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা গড়ে তুলতে আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করবে নগদ।’

নগদ মনে করে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজন বাস্তবমুখী ও সৃজনশীল কার্যক্রম। তরুণদের পাশে দাঁড়ানো মানেই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেওয়া—এই আয়োজন সেই যাত্রারই একটি অংশ। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নগদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর