Logo

কর্পোরেট

জুলাই গণঅভ্যুত্থান দিবসে অগ্রণী ব্যাংকের বিজয় র‍্যালি

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:৩২

জুলাই গণঅভ্যুত্থান দিবসে অগ্রণী ব্যাংকের বিজয় র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অভিমুখে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ও বিজয় র‍্যালি করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫ এর অংশ হিসেবে র‍্যালিটি দুপুরে ফার্মগেট থেকে শুরু হয়ে বিজয় স্মরণী হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। সঙ্গে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও রূবানা পারভীন।

এছাড়া অংশ নেন মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-১) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুুল করিম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. আবু হাসান তালুকদার, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনুর সুলতানা, মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন এবং মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা) জাহানারা বেগম।

এ ছাড়া র‍্যালিতে ঢাকাস্থ সার্কেল সচিবালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা, সাবসিডিয়ারি কোম্পানি, ইসলামী ব্যাংকিং ইউনিট ও উইন্ডোসহ অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

একইসঙ্গে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে অগ্রণী ব্যাংকের শাখা ও কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান’ ও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর