তারুণ্যের উৎসব উপলক্ষে সোনালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৪:৫৮

‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব–২০২৫’-এর অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
বুধবার (৬ আগস্ট, ২০২৫) রাজধানীর উত্তরায় সোনালী ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাসকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
বৃক্ষরোপণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম ও মো. নূরুন নবী, জেনারেল ম্যানেজার সাহিদা খানমসহ বিভিন্ন নির্বাহী, স্টাফ কলেজের ফ্যাকাল্টি ও কর্মকর্তারা।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেও একযোগে এ ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে সোনালী ব্যাংকের।