Logo

কর্পোরেট

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে অগ্রণী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:২৭

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে অগ্রণী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

বুধবার (৬ আগস্ট, ২০২৫) সকালে রাজধানীর শাহবাগে ব্যাংকের নিজস্ব প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশবান্ধব এই উদ্যোগে গাছের চারা রোপণ করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-১) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন এবং মহাব্যবস্থাপক (এস্টাব্লিশমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন) রাওফা হক। এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখযোগ্যভাবে, বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের অগ্রণী ব্যাংকের শাখা ও কার্যালয়গুলোতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর