ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেল এনআরবিসি ব্যাংক

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:৩১

ডেবিট কার্ড ব্যবসায় অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট–২০২৫’ পুরস্কার অর্জন করেছে এনআরবিসি ব্যাংক।
রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ’ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।
ডিজিটাল পেমেন্ট খাতে ব্যাংকটির গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করে ভিসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এনআরবিসি ব্যাংকের রিটেল বিজনেস ও ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবিরসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘এই স্বীকৃতি ডিজিটাল ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংককে আরও একধাপ এগিয়ে নেবে। আমরা আমাদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছি। এতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অচিরেই এর সুবিধা পাবেন।’
তিনি আরও বলেন, ‘ক্রেডিট কার্ডের বিস্তৃত ব্যবহার আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং দেশের সর্বস্তরের জনগণের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়ক হবে।’ সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর