চাকরিচ্যুতদের হামলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এইচআর হেডসহ আহত ১৫

বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:৫৯

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুতদের অতর্কিত হামলায় মানবসম্পদ বিভাগের প্রধানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত নিরাপত্তাকর্মী শাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আমির হোসেন বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা বিকেল ৪টার দিকে সুরমা টাওয়ার থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাওয়া তিনজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও এইচআর হেড আমির হোসেনকে ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করে। তাদের রক্ষা করতে এগিয়ে এলে নিরাপত্তাকর্মীরাও হামলার শিকার হন। হামলাকারীরা লাঠিসোটা নিয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে।
আহতদের মধ্যে রয়েছেন–
এইচআর হেড মোহাম্মদ আমির হোসেন, নিরাপত্তাকর্মী শাহিনুর, লিটন (২৫), ইলিয়াস (৩৮), ফাহিম (১৯), রকি হোসেন (২৬), তোফায়েল (৩২), নুর আলম (৪২), আরিফ (২৫), জাকির হোসেন (২৫), সাগর (২৯), লুৎফর, ফারুক ও সোহেল।
পুলিশ হামলাকারীদের হাত থেকে ব্যাংকের তিনজন ডিএমডিকে উদ্ধার করে। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, গত ৮ কার্যদিবস ধরে ব্যাংকটির প্রধান কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে চাকরিচ্যুত একদল কর্মকর্তা। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন তদারককারী সংস্থার তদন্তে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম ধরা পড়ে।
এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ১৪১৪ জন কর্মকর্তার মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ৫৪৭ জন অকৃতকার্য হন, যাদেরকে অব্যাহতি দিতে বাধ্য হয় ব্যাংক কর্তৃপক্ষ।
চাকরিচ্যুতরা গত ২৮ জুলাই থেকে প্রধান কার্যালয়ের প্রবেশমুখ অবরুদ্ধ করে রেখেছে। ব্যাংক কর্তৃপক্ষ শক্তি প্রয়োগ না করে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার এ সহিংস ঘটনার শিকার হতে হয়। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচআর