বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২১:০২

জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপন উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১ হাজার ৩৮টি শাখা এবং ৯টি বিভাগীয় কার্যালয়, ৫৩টি মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক কার্যালয়সহ অন্যান্য কার্যালয়ের মাধ্যমে ব্যাংকের নিজস্ব জায়গা ও নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ২ হাজার ৭৬০টি নিমগাছের চারা রোপণ করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, পরিচালনা পর্ষদের পরিচালক এম ছায়েদুর রহমান, মাকছুমা আকতার বানু; উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান; প্রধান কার্যালয় ও কৃষি ব্যাংক কমপ্লেক্সের সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক; বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের সব কার্যালয় ও শাখা ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে।