Logo

কর্পোরেট

‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:০১

‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীবাদী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেস্কোর ‘মেমরি অফ দ্য ওয়ার্ল্ড’-এ অন্তর্ভুক্ত হওয়া উপলক্ষে এক সেমিনারের আয়োজন করেছে। রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে আয়োজিত সেমিনারে ১৯০৫ সালে লেখা এ বইটির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়।

সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফৌজিয়া মান্নানও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘সুলতানার স্বপ্ন’ লেখার ১২০ বছর পরও নারীরা সমাজে নানা বৈষম্য ও চ্যালেঞ্জের মুখোমুখি। বাল্যবিবাহ, ক্ষমতায়নের অভাব, সম্পত্তিতে সীমিত অধিকার এবং রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কম অংশগ্রহণ নারীদের প্রান্তিক অবস্থায় রাখছে। রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উৎসাহিত করার আহ্বান জানান তারা। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর