Logo

কর্পোরেট

রাজশাহী জোনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:০৬

রাজশাহী জোনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

দেশব্যাপী জোনভিত্তিক কর্মশালার অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে ‘এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর এক্সিকিউটিভস অ্যান্ড অফিসিয়ালস–রাজশাহী জোন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট, ২০২৫) রাজশাহীর স্থানীয় এক হোটেলে আয়োজিত এ কর্মশালায় ব্যাংকের রাজশাহী জোনের মোট ১২টি শাখা থেকে ৫০ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্মপরিচালক মো. জয়নুল আবেদীন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. আসাদুল ইসলাম খান কর্মশালার উদ্বোধন করেন এবং ‘ক্রেডিট ব্যাকড মানিলন্ডারিং প্রতিরোধ’ বিষয়ে সেশন পরিচালনা করেন। এছাড়া এন্টি মানিলন্ডারিং বিভাগের এফএভিপি মো. আশরাফুল ইসলাম ‘বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে রাজশাহী শাখার ম্যানেজার ও এসএভিপি মো. আরিফ বিল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচকরা বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ’র নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। তারা বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থতা দেশের অর্থনীতি ও উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে।

এছাড়া দেশের নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে আইন ও বিধি মেনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদার এবং যুগোপযোগী সিদ্ধান্তের সঠিক বাস্তবায়নের মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর