Logo

কর্পোরেট

ব্র্যাক ব্যাংকের সহায়তায় ২০২৪ সালে সিলেট কিডনি ফাউন্ডেশনে ৫,০০০ মানুষের বিনামূল্যে ডায়ালাইসিস

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:১৫

ব্র্যাক ব্যাংকের সহায়তায় ২০২৪ সালে সিলেট কিডনি ফাউন্ডেশনে ৫,০০০ মানুষের বিনামূল্যে ডায়ালাইসিস

ব্র্যাক ব্যাংকের সহায়তায় ২০২৪ সালে সিলেট কিডনি ফাউন্ডেশন (এসকেএফ)-এ ৫,০০০-এরও বেশি সুবিধাবঞ্চিত রোগী বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা পেয়েছেন। ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’র আওতায় সিলেট অঞ্চলের অসচ্ছল মানুষের জন্য এ সেবা প্রদান করা হয়।

ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্বপ্ন বাস্তবায়নে নেওয়া এই উদ্যোগে কিডনি ফাউন্ডেশন সিলেট হাসপাতালের নতুন ভবনের একটি পূর্ণাঙ্গ ফ্লোর ‘স্যার ফজলে হাসান আবেদ কিডনি ডায়ালাইসিস সেন্টার’ হিসেবে উৎসর্গ করা হয়েছে। কেন্দ্রটিতে আর্থিক সহায়তা দিচ্ছে ব্র্যাক ব্যাংক, যার ফলে বর্তমানে ১২০ জন রোগী নিয়মিত ডায়ালাইসিস সেবা পাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বিনামূল্যে।

বাংলাদেশে একটি ডায়ালাইসিস সেশনের খরচ প্রায় ২,০০০–৩,০০০ টাকা, যা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করতে হয়। সীমিত আয়ের মানুষের জন্য দীর্ঘমেয়াদি এ ব্যয় বহন করা প্রায় অসম্ভব হওয়ায় ২০১৯ সাল থেকেই ব্র্যাক ব্যাংক কিডনি ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছে। সে বছর প্রতিষ্ঠানটি চারটি ডায়ালাইসিস মেশিন অনুদান দেয় এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করে, যা সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘স্যার ফজলে হাসান আবেদ বিশ্বাস করতেন, মৌলিক স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। আমরা তাঁর সেই দৃষ্টিভঙ্গিকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছি।’

সিলেট কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি কর্নেল মোহাম্মদ আবদুস সালাম (অব.) বলেন, ‘আমাদের অধিকাংশ রোগী আর্থিকভাবে অস্বচ্ছল। ব্র্যাক ব্যাংকের সহায়তায় এখন কেউ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন না।’

ব্র্যাক ব্যাংক চলতি বছর আরও ৪,০০০টি বিনামূল্যের ডায়ালাইসিস সেশন পরিচালনার পরিকল্পনা নিয়েছে, যাতে সমাজের প্রান্তিক মানুষের জন্য সম্মান, সহানুভূতি ও দায়িত্ববোধের সাথে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর