এসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:১৯

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) অনুষ্ঠিত হয়েছে। এসময় ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মোঃ আয়ুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান উদ্যোক্তা উন্নয়ন ও এসএমই ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন কৌশল ও প্রযুক্তি প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সহায়ক নীতিমালা তুলে ধরে নজরুল ইসলাম বলেন, “উদ্যোক্তা হব দেশ গড়ব” এই স্লোগানকে সামনে রেখে উদ্যোক্তাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মোঃ আয়ুব আলী বলেন, উদ্যমী উদ্যোক্তাদের মাঝে ব্যাংকিং সহায়তা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান ও আয় বৃদ্ধি সম্ভব।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা অঞ্চলের ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, ব্যবস্থাপনা, বিপণন, আর্থিক পরিকল্পনা, নৈতিকতা ও উদ্যোক্তা মনোভাব বিষয়ে তাত্তি¡ক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে