Logo

কর্পোরেট

মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৪তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০১:১১

মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৪তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ১৪তম ব্যাচের এমটিও (আইটি) ও এমটিও (ল) এর জন্য আলাদা দুটি ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে।

গত ২৭ জুলাই, ২০২৫ (রবিবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ ২০ জন এমটিও (আইটি) নিয়ে প্রথম দফায় ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়। এমটিও (আইটি) কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নবীন কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞান অর্জনের তাগিদ দেন। একই সঙ্গে তিনি তরুণ কর্মকর্তাদের ব্যাংকিং খাতে নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অপরদিকে, এমটিও (ল) এর ২০ জন কর্মকর্তাকে নিয়ে প্রশিক্ষণ কোর্স শুরু হয় গত ৩ আগস্ট। এটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসাইন।

প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা, বিআইবিএমের ডাইরেক্টর ট্রেনিং মোঃ আলমগীর, প্রফেসর মোঃ মহিউদ্দিন সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ ফয়সাল হাসান, ফ্যাকাল্টি মেম্বার মাহমুদুল আমিন মাসুদ এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিকসহ অন্যান্য অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর