Logo

কর্পোরেট

হজ ও ওমরাহ্ ফেয়ারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:৪০

হজ ও ওমরাহ্ ফেয়ারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ৩ দিনব্যাপী “হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫”-এর কো-স্পন্সর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করা হয়েছে। ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একে এম আফতাব হোসেন প্রামাণিকের উপস্থিতিতে স্টলের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লাহ খান।

এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টল উদ্বোধনকালে মো. রাফাত উল্লাহ খান বলেন, হজগমনেচ্ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। সে লক্ষ্য পূরণে ব্যাংকটি হজ ও ওমরাহগমনেচ্ছুদের সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমের বর্ণনা দিয়ে সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার আহ্বান জানান।

এর আগে, বৃহস্পতিবার সকালে ৩ দিনব্যাপী “হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর